রবিবার শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের লিউসিপাকড়িতে সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ৮নং আসনের নির্দল প্রার্থী আকতার আলি।
তিনি বলেন যে নির্বাচনের প্রাক্কালে আমাদের যারা নির্দল প্রার্থী রয়েছে তাদের প্রত্যেকেই প্রচারে বাধা দেওয়া হচ্ছে শাসকদলের পক্ষ থেকে। এমনকি আমাদের পোস্টার ফ্লাগ ছিড়ে দেওয়া হচ্ছে। এবং নির্দলের সর্মথক যারা রয়েছে তাদের তৃণমূলের লোকজন গিয়ে হুমকি দিচ্ছে তারা কেউ যদি নির্দলের মিছিলে বা প্রচারে যায় তাহলে মামলা দেওয়া হবে।
তবে শাসকদের যে চেষ্টা হুমকি দিয়ে ভয় দেখিয়ে আমাদের সরিয়ে দেবে সেইটা ব্যর্থ হবে। আমরা স্থানীয় থানা থেকে শুরু করে নির্বাচন কমিশনারকে জানিয়েছি। এবং আজকে আরও পাঠাবো। অপরদিকে এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনুল হক বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন।