নির্বাচনী বন্ডে এক বছরে ৯৬ শতাংশ আয় বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের!

12
নির্বাচনী বন্ডে এক বছরে ৯৬ শতাংশ আয় বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের!

বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বন্ডে আয় গত অর্থবর্ষের তুলনায় ৯৬ শতাংশ বেড়েছে। এক বছরের মধ্যে দলের মোট আয় বেড়েছে ১২ গুণ।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে দল। ২০২০-২১ অর্থবর্ষে তৃণমূলের তহবিলের প্রায় ৪১ কোটি টাকা এসেছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে। ২০২১-২১ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৫২৮ কোটি ১৪ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে প্রায় ৫৪৫ কোটি ৭৪ লক্ষ আয় হয়েছে তৃণমূলের।

এর মধ্যে ৯৬ শতাংশের বেশি, ৫২৮ কোটি ১৪ লক্ষ টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে এসেছে। এছাড়া ১৪ কোটি ৩৬ লক্ষ টাকা সদস্য, চাঁদা, মুখপত্রের গ্রাহক চাঁদা ও অর্থ সংগ্রহ কর্মসূচি থেকে পেয়েছে দল। অডিট রিপোর্ট বলছে, গত বছর বিধানসভা নির্বাচনের পর দলের খরচও অনেকটা বেড়েছে।

২০২০-২১ সালে দলের খরচ ছিল ১৩২ কোটি ৫২ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ কোটি ৩৩ লক্ষ টাকা।