জঙ্গলের রাজার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি নয়! আফ্রিকার তানজানিয়ার ওয়াইল্ডলাইফ সাফারিতে গাড়ি নিয়ে সিংহের রাজত্বে প্রবেশ করে কার্যত তা হাড়ে হাড়ে টের পেলেন পর্যটকরা। একদল পর্যটক সিংহ দেখার জন্য গিয়েছিলেন ওই সাফারিতে। তারপর সেখানে গাড়ির পাশে একটা সিংহকে দেখতে পেয়ে তারা তাকে ছুঁতে চেষ্টা করেন। জানলা দিয়ে হাত বাড়িয়ে সিংহের গায়ে হাত দিতে চেয়েছিলেন এক পর্যটক। ব্যাস, বেজায় রেগে গেল সিংহ।
সিংহ পর্যটকদের এমন আচরণ মোটেও সহ্য করেনি। ঘুরে দাঁড়িয়ে গর্জন করে ওঠে সিংহটি। তারপর জানলার দিকে ঝাঁপাতে যায় সে। তাড়াতাড়ি গাড়ির জানলা বন্ধ করে দেন তারা। ঘটনাটি যিনি ভিডিও করছিলেন তার হাত থেকে ক্যামেরাটি পড়ে যায়। তারা ভাবতেও পারেননি যে জঙ্গলের রাজা এত রেগে যাবেন!
প্রায় বছর খানেক আগে ভাইরাল হওয়া এই ভিডিওটি ফের একবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ভাইরাল সেই ভিডিও দেখুন এই প্রতিবেদন মারফত।