মাঝে মাঝে এমন সব কাণ্ড ঘটে সোশ্যাল মিডিয়ায় যে সেটা নিয়ে চর্চা হবেই। এই যেমন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর জ্যাকেট নিয়ে শুরু হয়েছে। সম্প্রতি প্যারিস ট্রিপে গিয়েছিলেন মিমি। সেখানে তাঁকে অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায়। আর সেই ছবি গুলোর মধ্যেই তাঁকে একটা ফেদার্সের জ্যাকেট পড়ে ছবি তুলতে দেখা যায়। আর সেই একই জ্যাকেট পরে পরবর্তীকালে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকেও দেখা গিয়েছে।
তাঁর আগামী ছবি সেলফিতে দেখা যায় তাঁকে এই পোশাকেই একটা গান শুট করতে। সেই ছবি পোস্ট করার পর থেকেই জল্পনা। না, কোনও একসঙ্গে ভ্যাকেশন প্ল্যান নয়, কিংবা পোশাক দেওয়া-নেওয়ার পালাও নয়, আচমকাই মিলে গেল দুজনের ফ্যাশন ট্রেন্ড। কেউ কারো ফ্যাশন না নকল করেই হয়েছেন ভাইরাল। এটি হটাৎই মিলে গেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মিমি চক্রবর্তী বরাবরই স্টাইলিশ। আর তার জন্মদিনের সেলিব্রেশনে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন টলিউডের এই সেলেব। তাঁর লুক থেকে শুরু করে তাঁর অভিনয় বারে বারে ভক্তদের প্রশংসার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন মিমি চক্রবর্তী। প্যারিস থেকে তাঁর পোস্ট করা ছবিতে লাইক শেয়ার কমেন্ট পড়লেও তা ঘিরে চর্চা শুরু গত দুদিনে। অনেকেই তাঁর এই জ্যাকেটের দামও জানতে চেয়েছেন। পাশাপাশি তার স্টাইল সেন্স – এর প্রশংসাও করেছেন।