আজ জানুন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির জীবনের দীর্ঘ চড়াই উতরাইএর কথা

10
আজ জানুন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির জীবনের দীর্ঘ চড়াই উতরাইএর কথা

কিউ কি সাস ভি কাভি বহু থি, এই সিরিয়ালের নাম আশা করি সবার পরিচিত। একটা সময়কার জনপ্রিয় টিভি শো, সেখান থেকেই মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। সময়ের সাথে সাথে তার পরিচয় আরও বেশি বৃদ্ধি পায়, পরবর্তীতে যখন তিনি বিজেপিতে যোগ দিয়ে মন্ত্রীত্ব লাভ করে তখন তিনি আরও বেশী জনপ্রিয় হয়ে ওঠে। এখানে কার কথা বলা হচ্ছে বুঝতেই পারছেন, আজ্ঞে হ্যা স্মৃতি ইরানির কথা। এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। দীর্ঘ চড়াই উতরাইএর পর তিনি আজ এখানে।

তবে পুরোনো দিনের কথা তার মনে পরে যায়। একটা সময় এই কেন্দ্রীয় মন্ত্রীকে খাবারের দোকানে বাসনও মাজতে হয়েছিল, প্রতি মাসে তার জন্য সে বেতন পেত ১৫০০ টাকা। অনেকেই হয়তো জানেন না তিনি কিন্তু মিস ইন্ডিয়াও হয়েছে। যখন সে ঐ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তখন তার ১ লক্ষ টাকার দরকার হয়। সে তার বাবার কাছে সেই টাকা চায়। কিন্তু তার বাবা নাকি সেই টাকা দেওয়ার আগে একটি শর্ত দেয় যে, যদি সে ১ লক্ষ টাকা ফেরত দিতে না পারে তাহলে তাকে তাদের পছন্দ করার ছেলের সাথে বিয়ে করতে হবে।

সে মিস ইন্ডিয়া হয়ে ৬০ হাজার টাকা পুরষ্কার পায় সে ৬০ হাজার টাকা তার বাবাকে দিয়ে দেয়। কিন্তু বাকি টাকা শোধ করার জন্য অনেক ধরনের কাজ তাকে করতে হয়। তার দরকার ছিল স্থায়ী রোজগার দরকার ছিল। তাই সে ম্যাকডওনাল্ডসের আউটলেটে ঢোকেন। ধোয়ামোছার কাজ তিনি করেন। আর সেখানেই তার বেতন ছিল ১৫০০ টাকা। ধোয়ামোছা , ঝাড়পোছ করা এই সব তিনি করতেন। সপ্তাহে তিনি ৬ দিন কাজ করতেন একদিন ছুটি থাকত, আর সেদিন করে সে অডিশন দিতে যেত। আর সেই অডিশন দিয়েই সে তুলসী চরিত্র পেয়েছিলেন, যেটা তার জীবনের একটি নতুন রাস্তা খুলে দিয়েছিল।