আজ লক্ষ্মীবার। আজ মা লক্ষ্মীর পুজো করলে দেবী খুবই খুশি হন। আজ প্রায় সব ঘরেই লক্ষ্মীপুজো করবে ঘরের বধূরা। অনেকে ধানের ছড়ায়, ঘটে বা অনেকে মূর্তিতে পুজো করেন। লক্ষ্মী পুজো করলে সংসারে সুখ-শান্তি, সমৃদ্ধি সব বজায় থাকে। লক্ষ্মী চঞ্চল হয়ে উঠলে, তার পূজার্চনা করুন। তাহলে লক্ষ্মী আপনার ঘরেই অধিষ্ঠিত হবে। কিন্তু মা লক্ষ্মীর কিছু নিয়ম আছে। এর বিপরীত করবেন না, নাহলে মা খুবই রাগ করবেন। এইসব জিনিস মা লক্ষ্মীর সামনে কখনো আনবেন না।
পুজোর সময় মা লক্ষ্মীর সামনে কখনোই ঘন্টা বাজাবেন না। তিনি পছন্দ করেন না।
কখনো পুজোর সময় তাকে তুলসি পাতা দিবেন না। কিন্তু নারায়ণ ঠাকুরের পায়ে তুলসি পাতা দিতে পারেন তিনি আবার এতে খুশি হন।
লক্ষ্মী পুজোর সময় অবশ্যই আল্পনা আঁকবেন। আল্পনাতে মায়ের পায়েরয়ছবিও আঁকবেন। মঙ্গল ঘটের পাশেই মায়ের পা আঁকবেন।
সকাল সকাল মায়ের পুজো দেবেন।
পুজো শেষ করে, মা লক্ষ্মীর পাঁচালী পড়বেন।
চেষ্টা করবেন লক্ষ্মী পুজোর সময় স্টিলের বাসনপত্র ব্যবহার করবেন না। পিতল, কাঁসা, তামার বাসন ব্যবহার করবেন।
এইসব নিয়মগুলো মানলে মা খুবই তুষ্ট হবেন।