ঘটনার সাথে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে পুড়ে ছাই বাড়িতে থাকা সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী। শর্ট-সার্কিট থেকে আগুন বলে অনুমান।
রবিবার সকালে ইংরেজবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের সাট্টারি মথুরাপুর গ্রামের বাসিন্দা সঞ্জীব সরকার, প্রদীপ সরকার ও তাদের মা বিরোদা সরকার এই তিনজনের বাড়ির সবকিছু পুরে ছাই হয়ে যায়। যদি ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।
এদিন সকালে আগুন দেখে স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়।