আমরা এই সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই দেখতে বা জানতে পারি যেগুলো আমরা জানতে পারতাম না। কত শত মানুষের কর্মকাণ্ড আমরা প্রতি নিয়ত দেখতে পাচ্ছি সেসব আমাদের অবাক করে দিচ্ছে। এই যেমন বুলগেরিয়ার এক বছর ২৫ শের তরুণীর অদ্ভুত সব সখ দেখে তাজ্জব বনে গেছে নেটিজেনরা।
এই তরুণীর নাম অ্যান্ড্রিয়া ইভানোভা। এনি তাঁর সখে বিশ্বের সবচেয়ে মোটা ঠোঁটের অধিকারী হয়েছেন। দেখে মনে হবে যেন হাঁসের মত ঠোঁট। কিন্তু এটা তার সখে সে বানিয়েছে বলে জানা গেছে। আন্দ্রিয়া নিজেকে ‘বার্বি’ পুতুলের মতো সাজাতে চায় আর তাই এত বড় ঠোঁট বানাতে ২০ বার অস্ত্রোপচার করাতে হয়েছে অ্যান্ড্রিয়াকে। তার জন্য খরচ করেছেন ৮ হাজার পাউন্ড, ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ ৯ হাজার। সেই সময় ইভানোভা বলেছিলেন, “তাঁর ঠোঁটে ১৭ বার হায়লুরোনিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছিল। যার ফলে ঠোঁট স্বাভাবিক অবস্থার তুলনায় চার গুণ বড় হয়েছে।” তখনই জানিয়েছল এতেও খুশ নন তিনি। আরও বড় ঠোঁট চাই তাঁর।
তবে এখানেই সে ক্ষান্ত নয়। সে এবার গালের হাড় বাড়াতে বা কমাতে চান বার্বি লুকের জন্য। এতে তার চোয়াল এবং চিবুকের হাড়ে অস্ত্রোপচার করাবেন তিনি। এই বিষয়েও বিশ্ব রেকর্ড করতে চান। অ্যান্ড্রিয়া বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের পাশাপাশি আমি বিশ্বের সবচেয়ে বড় গালের হাড়ের মালিক হতে চাই।” তিনি জানিয়েছেন, ইতিমধ্যে চারবার হায়লুরোনিক অ্যাসিডের ইঞ্জেকশান নিয়েছেন। আগামী সপ্তাহে আরও দু’বার ইঞ্জেকশান নেবেন। এর মধ্যেই ১ লক্ষ ৫৮ হাজার টাকাও খরচ করে ফেলেছেন তিনি। এর পরেও আরো টাকা খরচ করতে চান তিনি। তাকে লোকে কি বলবে জিজ্ঞেস করা হলে সে জানায়, “লোকের মন্তব্য নিয়ে চিন্তা করি না, কারণ সৌন্দর্য সম্পর্কে আমার নিজস্ব রুচি ও দৃষ্টিভঙ্গি রয়েছে, আমি যা কঠোরভাবে অনুসরণ করি।”