বড় ক্যাপাসিটর ইঞ্জিন যুক্ত বাইকের কথা যদি বলতে হয়, তাহলে যার কথা সবার প্রথমে মাথায় আসে সে হল রয়েল এনফিল্ড, হার্লে ডেভিডসন । কিন্তু কমিউটার বাইক প্রস্তুতকারী সংস্থা গুলো এই ক্ষেত্রে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি । তবে এবার সেই ফাঁকা জায়গা পূরণ করতে চলেছে টিভিএস। কারণ তারা এবার বড় ইঞ্জিনের বাইক আনার চিন্তা-ভাবনা করছে।
বর্তমানে বাজার দখল করে আছে ৬৫০ সিসির বাইক সেগমেন্ট। রয়্যাল এনফিল্ড ইন্টারসেপটার 650 এবং কন্টিনেন্টাল 650। কিন্তু আর হয়তো বেশি দিন নেই যখন একেবারে এই সমস্ত বাইককে টক্কর দিয়ে রাস্তায় ছুটবে টিভিএসের ৬৫০ সিসির বাইক।
সূত্রের মাধ্যমে যে খবর পাওয়া গেছে সেটা হল ৬৫০ থেকে ৭০০ সিসির বাইক প্রস্তুত করার চিন্তা ভাবনা করছে tvs। আপাতত 310 সিসির tvs apache আমরা রাস্তায় দেখতে পারি। এটাই সংস্থার সবথেকে বেশি সিসির বাইক। তবে সংস্থার চিন্তাভাবনা সুদূরপ্রসারী । তাই তারা এই মডেল নিয়ে এত চিন্তাভাবনা করছে।
এই মডেলটি সংস্থার ফ্ল্যাগশিপ মোটরসাইকেল হতে চলেছে ভারতে। এতে থাকবে টুইন সিলিন্ডার ইঞ্জিন। টি ভি এস এর নতুন বাইক ফ্ল্যাগশিপ মডেল হিসেবে বাজারে আসতে চলেছে, তাই মনে করা হচ্ছে বেশ কিছু ভেরিয়েন্ট ও চমক থাকবে বাইকে। এখন শুধু সময়ের অপেক্ষা, ৬৫০ সিসির বাইকের গ্রাহক সংখ্যা নেহাতি কম নয়। যার প্রমাণ ইতি মধ্যেই royal enfield ও অন্যান্য সংস্থা দিয়ে দিয়েছে। তাই টিভিএসও সেই সমস্ত গ্রাহকদের নিজেদের করে নিতে অনেক চেষ্টা চালাচ্ছে।