এবার উচ্চ প্রাথমিকের উত্তরপত্রেও বিকৃতির অভিযোগ সামনে এলো

8
এবার উচ্চ প্রাথমিকের উত্তরপত্রেও বিকৃতির অভিযোগ সামনে এলো

এবার নাকি উচ্চ প্রাথমিকের উত্তরপত্র বিকৃতির অভিযোগ। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। একের পর এক নিয়োগ দুর্নীতি নিয়ে অপ্রিয় কিছু তথ্য প্রকাশ্যে আসছে। এই নিয়োগ দুর্নীতি কান্ডের শাসক দলের বিভিন্ন নেতা-মন্ত্রীদের যোগসূত্র মিলছে। যার কারনেই এক প্রকার চাপের মুখে শাসক দল। কিছুদিন আগেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চাকরির পরীক্ষার ওএমআর সিট বিকৃত করার অভিযোগ উঠে আসছিল। অবশ্য পরবর্তীতে এসএসসি এই বিকৃত কান্ড মেনেও নিয়েছিল।

এবার উচ্চ প্রাথমিকের উত্তরপত্রেও বিকৃতির ঘটনা শোনা যাচ্ছে। আর এই বিষয়ে এসএসসির হলফনামা থেকেই নাকি স্পষ্ট এমনটা জানিয়েছে আদালত। আলোচনা এমনটাও বলা হয়েছে, যে সমস্ত প্রার্থীর উত্তরপত্রে গোলমাল রয়েছে তাদের মেধা তালিকা থেকে বাদ দেওয়ার ।

গতকাল সোমবার এসএসসির পক্ষ থেকে একটি হলফনামা জারি করা হয় আদালতের বিচারপতি সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। জানা যাচ্ছে ২০১১ ও ২০১৫ সালে নাকি উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হয়। তবে ssc মেধা তালিকা তৈরি করতে গিয়ে লক্ষ্য করেছে ১৪৬৩ জনের উত্তরপত্রে গরমিল রয়েছে। তার মধ্যে ৯০২ জনের নম্বর গড় মিলের পাশাপাশি, উত্তরপত্র নষ্ট করা হয়েছে। সাথে ৫৫৯ জনের নম্বর এসএসসির নম্বরের সাথে মিলছে না। তবে ২০১১ সালের পরীক্ষা অনেক আগে হয়েছে যেখানে পরীক্ষার্থীদের মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে, যার কারণে তাদের উত্তরপত্র মিলিয়ে দেখা সম্ভব হয়নি।