মা বাবা তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে দারুণভাবে হিমশিম খায়। অনেক টাকা পয়সা খরচ করে তাদের বিয়ে দিতে হয়, সবার পক্ষে সম্ভব হয়না সেটা। তাই এবার দুয়ারে বিয়ে প্রকল্প। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, কিন্তু সৌজন্যে এবার পশ্চিমবঙ্গ সরকার। মাত্র ৫০০ টাকা খরচেই ছেলে মেয়ের বিয়ে দিতে পারবেন আপনি। রাজ্য সরকারের তরফ থেকে এই ৫০০ টাকায় বিয়ে করার সুযোগ। দুয়ারে বিয়ে প্রকল্প যেখানে বাড়ির কাছেই এই বিয়ে হবে এবার।
আগে যেমন রেজেস্ট্রি করে বিয়ে করতে হতো আর তার জন্য যেতে হত জেলা সদরে, তবে এবার বিয়ের রেজিস্ট্রেশনও হবে এই সাব রেজিস্ট্রি অফিসগুলি থেকেই। তাই বাড়ি থেকে দূরে জেলা সদরে ছুটতে হবে না। একটা সময় ২০১৯ সালের ১ লা জুন থেকে অনলাইনেই বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদন করা যেত। এবার সেটাই আরও সহজ হয়ে গেল কারণ এখন সাব রেজিস্ট্রার অফিসেই সমস্ত কাজ করা যাবে, আর দৌড়াতে হবে না সদর রেজিস্ট্রি অফিসে। গোটা রাজ্যে মোট ২৫৯ টি সাব রেজিস্ট্রার অফিস রয়েছে, তার মধ্যে ১১০ টি অফিসে এই পরিষেবা চালু করা হল।
এবার ৫০০ টাকার বিষয়টা জেনে নেওয়া যাক, ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাপ রেভিনিউ-এর এক আধিকারিক বলেন, সাব রেজিস্ট্রাররা এক্স অফিসেও ম্যারেজ রেজিস্ট্রির দায়িত্বও পালন করে।তাই তারা বিয়ের রেজিস্ট্রিও করতে পারেন। এই অফিসেই বিয়ের খরচ ৫০০ টাকা। ৫০০ টাকার মধ্যে নোটিশ খরচ হিসেবে লাগে ১০০ টাকা বাকি ৪০০ লাগে বিয়ের রেজিস্ট্রেশন খরচ।