এবার লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়ল দুধের

9
এবার লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়ল দুধের

পশ্চিমবঙ্গে এবার দাম বাড়ল দুধের। লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হল সমস্ত দুধের দাম। ইতিমধ্যেই সেটা বাংলার ডেয়ারির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। তাই দোকানে যাওয়ার আগে দেখে দিন দুধের দাম। স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আয়ুশ টোনড মিল্ক, সুপ্রিম এস্টিডি মিল্ক, সুপ্রিম এসটিডি মিল্ক সমস্ত দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়েবসাইটে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে আয়ুশ টোনড মিল্কের ৫০০ মিলির প্যাকেটের দাম হয়েছে ২৫ টাকা, আয়ুশ টোনড মিলকের ২০০ মিলি প্যাকেটের দাম ১১ টাকা করা হয়েছে, প্রাণশুদ্ধ কাউ মিল্কের ৫০০ মিলির প্যাকেটের দাম হয়েছে ২৫ টাকা,সুপ্রিম দুধের ৫০০ মিলির প্যাকেটেক দাম ২৬ টাকা হয়েছে,খোলা দুধের দাম লিটার প্রতি ৩৬ টাকা করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য সাথী দুধের দাম লিটার প্রতি ৪২ টাকা, সেখানেই আমূল বিক্রি করছে ৪৮ টাকা। রেড কাউ আবার সেই দুধ বিক্রি করছে ৫০ টাকায়। এদিকে মাদার ডেয়ারি দিল্লি বিক্রি করছে ৪৪ টাকায়। বাংলা ডেয়ারির টোনড মিল্ক লিটার প্রতি দাম ৫০ টাকা, আমূল সেখানে বিক্রি করছে ৫৪ টাকা। মেট্রো ও রেড কাউ সেটাই বিক্রি করছে ৫৪ টাকা রেটে।

বাংলা ডেয়ারি কাউ মিল্ক লিটার প্রতি ৫০ টাকা করে বিক্রি করা হবে এখন। আমূল সেটাই এখন বিক্রি করে ৫৬ টাকা লিটার। রেড কাউ সেই দুধ বিক্রি করে থাকে ৫৮ টাকা লিটার।