এবার ১০০ দিনের কাজে এলো নতুন মোর

11
এবার ১০০ দিনের কাজে এলো নতুন মোর

কেন্দ্রের তরফ থেকে এবার ১০০ দিনের কাজে এলো নতুন মোর। ১০০ দিনের কাজের ক্ষেত্রে এবার হাজিরা দেওয়ার জন্য আনা হলো বড় পরিবর্তন। এই পরিবর্তন নজর করা যাবে ১লা জানুয়ারি থেকে। এইবার থেকে মনরেগা প্রকল্পে কর্মীদের হাজিরা দিতে হবে ডিজিটালি, এর জন্য থাকবে নির্দিষ্ট একটি মোবাইল অ্যাপ এবং এই অ্যাপের মাধ্যমেই দিতে হবে হাজিরা।

গত ২৩শে ডিসেম্বর এই নির্দেশিকা জারি করা হয়েছে যে সমস্ত রাজ্যগুলোকেই পাঠানো হয়ে গেছে। এই নির্দেশিকা দেওয়ার পেছনে অবশ্যই কারণ হলো নানান ধরনের অভিযোগ। ১০০ দিনের কাজে হাজিরা নিয়ে অনেক অভিযোগ ওঠে, সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছর মে মাসে এই প্রসঙ্গে পরীক্ষামূলক ডিজিটাল হাজিরা চালু করা হয়েছিল।

এবার ১০০ দিনের কর্মীদের অ্যাপের মাধ্যমেই হাজিরা দিতে হবে। এর মাধ্যমে এ কোন কর্মী কোথায় কর্মরত রয়েছেন, কাজের সময়, কখন তিনি আসছেন, কখন কাজ শেষ হবে সমস্ত কিছুই উল্লেখ করা থাকবে অ্যাপে। সাধারণত এই ব্যাপারটি নিয়ে অভিযোগ ওঠার মাধ্যমে এইরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।

১০০ দিনের কাজ দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছিল যে, এই ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। তিনি দাবি করেছিলেন যে, অনেক টাকা বকেয়া রয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে জিএসটি নিচ্ছে কিন্তু তার প্রাপ্য দিচ্ছে না। শুধুমাত্র মমতা ব্যানার্জি নয়, সঙ্গে ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে সরব হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।