এবার স্কুটার নিয়ে এল হিরো!

12
এবার স্কুটার নিয়ে এল হিরো!

হিরো এবার 110cc-র নতুন স্কুটার লঞ্চ করল। স্কুটারের নাম Hero Xoom, যার দাম শুরু হচ্ছে 68,599 টাকা থেকে। Hero-র এই Xoom স্কুটারটি মোট তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে- LX, VX এবং ZX।

এদের মধ্যে মিড-স্পেসিফিকেশনের VX মডেলের দাম 71,799 টাকা এবং টপ-স্পেসিফিকেশনের ZX ভ্যারিয়েন্টের দাম 76,699 টাকা। 1 ফেব্রুয়ারি, 2023 থেকে Hero Xoom স্কুটারের বুকিং শুরু হবে।

Maestro Edge এবং Pleasure Plus-এর পর এটিই Hero-র তৃতীয় গিয়ারলেস স্কুটার। ভারতে Hero Xoom স্কুটারটি মোট পাঁচটি রঙে পাওয়া যাবে— পলেস্টার ব্লু, ব্ল্যাক, ম্যাট অ্যাব্র্যাক্স অরেঞ্জ, পার্ল সিলভার হোয়াইট এবং স্পোর্টস রেড।

এই দামের মধ্যে হিরো-র লেটেস্ট স্কুটারটি টক্কর দিতে পারে Hona Dio-র সঙ্গে। Hero Xoom স্কুটারে দেওয়া হয়েছে কর্নারিং লাইট ফাংশন, যা প্রথম এই সেগমেন্টের কোনও স্কুটারে দেওয়া হল।