শনিবার এই বিশেষ পাঁচটি খাবার খাওয়া উচিত নয়! জানুন কারন

15
শনিবার এই বিশেষ পাঁচটি খাবার খাওয়া উচিত নয়! জানুন কারন

কথাতেই আছে শনি দেবতার রোষে পড়লে জীবনে সর্বনাশ ঘনিয়ে আসে। শনি দেবতার খুব দৃষ্টির ফলে আর্থিক অনটন সংসারে অশান্তি, অসুস্থতা এসব নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সকলেই শনি দেবকে সন্তুষ্টি করে ছাড়ার পক্ষপাতী, কারণ একবার প্রকোপে পড়লে সহজে বাঁচার উপায় নেই। তাই এই শনিবার দিন বিশেষ পাঁচটি খাবার আছে যা কখনই খাওয়া উচিত নয়। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী-

1. আমের আচার– আর্থিক অনটন দূর করতেই শনিবার ভুলেও আমের আচার খাওয়া উচিত নয়। যার ফলে চাকরিজীবীদের পদস্খলন হতে পারে।

2. দুধ– দুধ এক দিকে শুভ হলেও অন্য দিকে কিন্তু শনিবার খেলে নানা কারণেই ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং মানসিক অশান্তি আসতে পারে।

3. মুসুর ডাল– মুসুর ডাল কেই আমিষের পর্যায়ে ফেলা যায় তাই শনিবার ভুলেও মুসুরির ডাল খাবেন না কারণ এতে সংসারে অশান্তি দেখা যায়।

4. শুকনো লঙ্কা– শনিবার রান্নার কাজে শুকনো লঙ্কা একেবারেই ব্যবহার করবেন না এতে অভাব অনটন সঙ্গ ছাড়ে না।

5. মদ্যপান– শনিবার মদ্যপান করলে শনি দেবতা রুষ্ট হন তাই সম্মান হানির আশঙ্কা থাকে।