বহু রাজ্যের সমন্বয়ে তৈরি হয়েছে ভারতবর্ষ। বিচিত্র এদেশে এমন বৈচিত্র রয়েছে যে রাস্তার এপাশে অন্য রাজ্য তো ওপাশে অন্য রাজ্য। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে একটি রেলস্টেশনেরও দুটি রাজ্যে বিভক্ত রয়েছে। অর্থাৎ একটি রাজ্যে আপনি টিকিট কাটবেন কিন্তু ট্রেন আসবে আর একটি রাজ্যে অর্থাৎ আর একটি স্টেশনে।
এই রেলস্টেশনটি হল ভারতের পশ্চিমাঞ্চলে অর্থাৎ মহারাষ্ট্রে। স্টেশনটির নাম নওয়াপুর রেলস্টেশন। সবথেকে মজার বিষয় হল এই স্টেশনটির একটি অংশ মহারাষ্ট্র এবং অন্য অংশটি গুজরাটে। রেল স্টেশনটি দুটি ভাগে বিভক্ত। আপনি যখন এই স্টেশনে যাবেন তখনই দেখতে পারবেন গুজরাট এবং মহারাষ্ট্রের মধ্যে ভাগাভাগি।
এমনকি প্লাটফর্মের আগে একটি বেঞ্চিও দুটি রাজ্যের মধ্যে ভাগ হয়েছে। এছাড়াও প্লাটফর্মে সিঁড়ি, স্তম্ভ, প্লাটফর্মের দোকান সমস্ত কিছুই দুটি রাজ্যের মধ্যেই পড়ছে। এই রেলস্টেশনটির দৈর্ঘ্য প্রায় ৮০০ মিটার যার মধ্যে ৫০০ মিটার পড়ছে গুজরাটে এবং বাকি ৩০০ মিটার পড়ছে মহারাষ্ট্রে।
এখানকার স্টেশন মাস্টার চারটি ভাষায় ঘোষণা করেন যার মধ্যে রয়েছে হিন্দি, মারাঠি, গুজরাটি, এবং ইংরেজি। তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়েল এখানকার একটি বেঞ্চের ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছিলেন। এই রেলওয়ে স্টেশনটির সবথেকে মজার ব্যাপার হল যে আপনি এখানে একটা রাজ্য থেকে টিকিট কাটবেন এবং আর একটা রাজ্যে গিয়ে আপনাকে ট্রেন ধরতে হবে।