এঁটো থালা, মদের গ্লাস সমেত টেবিল ক্লথ নিয়েই হাঁটলেন এই মডেল!

9
এঁটো থালা, মদের গ্লাস সমেত টেবিল ক্লথ নিয়েই হাঁটলেন এই মডেল!

অনেকেই ফ্যাশন শো দেখতে পছন্দ করেন। তাই উদ্যোক্তারা দর্শক ধরে রাখতে নানা রকম চমকের কথা ভাবেন । এরই মধ্যে সবাইকে চমকে দিয়েছে এক মডেলের পোশাক।

মডেলের সেই পোশাকের সঙ্গে জুড়ে রয়েছে টেবিল ক্লথ সহ এঁটো বাসন, খাবার এসবও সঙ্গে করে টেনে নিয়ে ক্যাটওয়াক করতে দেখা গেল তাঁকে। নিঃসন্দেহে, এমন অভাবনীয় দৃশ্য মন জিতেছে নেট ভুবনের।

এমনকি ভিডিওটি চোখের পলকে ভাইরাল হয়ে গিয়েছে। সহোদর ডিজাইনার নান্না ও সিমন উইকেক যোগ দিয়েছিলেন কেপেনহেগেনের ফ্যাশন সপ্তাহের একটি শোয়ে। সেখানেই ছিলেন ওই মডেল। তাঁর নাম সারা ডাল।

ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি অতিথিদের সঙ্গে একটি টেবিলে বসে রয়েছেন। তাঁর সামনে রাখা খাবারের প্লেট। সেখানে তখনও খাবার রয়েছে। রয়েছে মোমবাতি, সিগারেটের টুকরো, ওয়াইনের সুদৃশ্য গ্লাস। সারার পরনে মিনি স্কার্ট ও গোলাপি কর্সেট। আচমকাই তিনি উঠে দাঁড়ান। হাঁটতে শুরু করেন।