জামিনের পর এই প্রথম জনসমক্ষে এলেন রাজ কুন্দ্রা

52
জামিনের পর এই প্রথম জনসমক্ষে এলেন রাজ কুন্দ্রা

সম্প্রতি রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়েছিল নিষিদ্ধ ছবি লেনদেন করার অপরাধে। সেই সময় পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছিলেন শিল্পা শেট্টি। বলেছিলেন কোনোভাবেই তিনি আর স্বামীর সঙ্গে সম্পর্ক রাখবেন না। নিজের অর্থের জোরেই মানুষ করবে নিজের ছেলেকে। কিন্তু সে সব এখন অতীত। রাজ কুন্দ্রা জেল থেকে মুক্ত হবার পর বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ার সামনে আরো একবার এলেন তিনি তাও আবার সস্ত্রীক।

জুলাই মাসে পর্ন কাণ্ডে গ্রেফতার হওয়ার পর সেপ্টেম্বর মাসে ছাড়া পেয়েছিলেন তিনি। তারপর থেকেই তিনি রয়েছেন হিমাচলে। হিমাচলে সস্ত্রীক জ্বালাজী দেবি এবং মা চামুণ্ডা দেবী মন্দিরে পূজা দিয়েছিলেন তিনি। জেল থেকে বেরোনোর পর তিনি নাকি এগুলো প্রোফাইল জীবন কাটাচ্ছেন, এমনটাও শোনা গিয়েছিল।

তবে ক্যামেরার সামনে আসার পরে দেখা গেল রাজ কুন্দ্রার চেহারায় এখন অনেকটাই বদল এসেছে। অনেকটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। চোখেমুখে সেই জৌলুস আর নেই। তবে হিমাচলে একসঙ্গে পুজো দিয়ে হাতে হাত ধরে ক্যামেরার সামনে এলেন রাজ এবং শিল্পা। একটি ঘটনা যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেনি তা শুনে খুশি হয়েছেন অনেকে।

শিল্পার ইনস্টাগ্রাম স্টোরি, যাতে দেখা মেলেনি রাজের।