প্রয়োজন মত নিজেকে বদলে ফেলে এই গাড়ি!

50
প্রয়োজন মত নিজেকে বদলে ফেলে এই গাড়ি!

বাসের মাপেই বানানো হয়েছে গাড়ি। এটা আবার যেমন তেমন গাড়ি নয়। এই গাড়ি প্রয়োজনে ট্রেন হয়েও যাত্রী পরিবহনে সাহায্য করতে পারে! এমনই এক অভিনব ডিভিএম বার ডুয়েল মোড ভেহিকেল বাস-ট্রেন বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে জাপান। জাপানের কাইয়ো শহরে প্রথম বার এই পরিষেবা শুরু হলো।

এটির আয়তন অনেকটা মিনি বাসের মতো। শহরবাসী এমন একটি যান পেয়ে বেশ আশাবাদী। বর্তমানে শহরের জনসংখ্যা খুব কম। এখানে যানবাহনের অভাব আছে। এমন একটি পরিস্থিতিতে তাদের যানবাহনের অভাব অনেকখানি মেটাতে সমর্থন হবে এই বিশেষ যান, এমনটাই আশা করছেন তারা।

রেলওয়ে লাইন ধরে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ছুটতে পারে এই ডিভিএম যান। রাস্তাতে ঘণ্টায় 100 কিলোমিটার বেগে দৌড়াতে পারবে গাড়িটি। এই গাড়িটি প্রধানত ডিজেলে চলে। গাড়ির ভাড়া সাধারণের নাগালের মধ্যেই থাকে। রেললাইনে চলার জন্য প্রয়োজন স্টিলের চাকা। রাস্তায় টায়ারের চাকা ব্যবহার করেই চলে গাড়িটি।

প্রয়োজন মতো একটি চাকা ভেতরে ঢুকে গিয়ে অন্য চাকাটি বেরিয়ে আসে। গাড়িটিকে ব্যবহার করা ভীষণ সহজ। খুব সহজেই রেললাইন এবং রেললাইন থেকে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতে পারে এই গাড়িটি। জ্বালানি বাঁচানোর উদ্দেশ্যেই বানানো হয়েছে এই গাড়ি।