৪৫ বছর বয়সি তথ্যপ্রযুক্তি সংস্থার CEO হলেন ব্রায়ান জনসন। তাঁর লক্ষ্য বয়সটাকে ফের ১৮ বছরে নিয়ে যাওয়া। যে প্রোজেক্টের গালভরা নাম ‘প্রোজেক্ট ব্লুপ্রিন্ট’। সম্প্রতি ব্রায়ান জনসন দাবি করেছেন, ইতিমধ্যেই তাঁর ‘এপিজেনেটিক এজ’ কমে গিয়েছে ৫.১ বছর।
এই এপিজেনেটিক এজ হল এক ধরনের বায়ো মার্কার। যা বয়সজনিত রোগ ও সব ধরনের মৃত্যুহারের সঙ্গে যুক্ত। সহজ ভাবে বললে শরীরের অবস্থাকেই যেন ৫ বছর পিছিয়ে নিয়ে যাওয়া।
৩০ জন চিকিৎসক ও বিশেষজ্ঞের একটি দল গঠন করা হয়েছে। সেই দলই পুরো প্রক্রিয়া সম্পন্ন করছে। জনসনের দাবি, তিনি এই ভাবে শরীরটাকে ১৮ বছরের কিশোরের মতো করে তুলবেন। আর এজন্য তাঁর খরচ পড়বে বছরে ২ মিলিয়ন তথা ২০ লক্ষ ডলার। অর্থাৎ ভারতীয় অঙ্কে প্রায় ১৬ কোটি ৩০ লক্ষ টাকা।
2 yrs of Blueprint:
.5.1 yrs epigenetic age reversal (world record)
.slowed my pace of aging by 24%
.perfect muscle & fat (MRI)
.50+ perfect biomarkers
.100+ markers < chronological age
.fitness tests = 18yr old
.Body runs 3F° coolerAvailable to all: https://t.co/Ye5mQPH9NH
— Bryan Johnson (@bryan_johnson) January 18, 2023