ভারতের এই ১৪টি গান যা আজও বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছে! দেখে নিন

58
ভারতের এই ১৪টি গান যা আজও বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছে! দেখে নিন

উন্নত প্রযুক্তি এবং ইন্টারনেট পরিষেবার দৌলতে বর্তমানে যা কিছু মানুষের মন ছুঁয়ে যায়, তা মুহূর্তের মধ্যেই “ভাইরাল” হয়ে যায়। অজস্র লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে তা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে যায়। এরকমই বেশ কিছু গান, নাচ, আবৃতি, অভিনয় প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে। বিশেষ করে, গান বরাবরই মানুষের মানুষের মনে প্রশান্তি এনে দেয়। ভারতে এরকম বেশ কিছু গান আছে, যা শুধু দেশের মাটিতেই নয়, দেশের সীমান্ত পেরিয়ে বিদেশেও সমানভাবে সমাদৃত হয়েছে।

যার মধ্যে প্রথমেই রয়েছে, রাজ কাপুর অভিনীত জনপ্রিয় সিনেমা “শ্রী 420” এর “মেরা জুতা হে জাপানি” গানটি। এই গানটি বিদেশের মাটিতে এতটাই জনপ্রিয় যে, “ডেডপুল”, “গ্রাভিটি”র মতো ব্লক ব্লাস্টার হলিউড মুভিতেও গানটির ব্যবহার হয়েছে। সলমান খান এবং ক্যাটরিনা কাইফের দুর্ধর্ষ পারফরম্যান্স এবং দুর্ধর্ষ মিউজিকের কারণে ইউটিউব প্লাটফর্মে সব থেকে বেশি “ভিউ” পাওয়া ভারতীয় গান হলো “টাইগার জিন্দা হে” সিনেমার “স্বোয়াগ” গানটি। হিন্দি ছাড়াও আরাবিক ভাষাতেও গানটিকে ডাব করা হয়। সেখানেও প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে এই গান।

বলিউডের যে সকল গান জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে তার মধ্যে রয়েছে, রনবীর সিং এবং বাণী কাপুর অভিনীত “বেফিকরে” সিনেমার “নাশে সি চাড় গেয়ি”, পাঞ্জাবি গান “মুন্ডিয়া তু বাচ কে রাহি”, যে গানটির উপর আমেরিকান র‍্যাপ করা হয়েছিল যার ফলে গানটি ইতালি, বেলজিয়াম, ইউকে, ইউএসএ, জার্মানি, অস্ট্রেলিয়ার মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। পরবর্তীকালে টাইগার শ্রফ অভিনীত “বাগি ২” সিনেমাটিতেও গানটির ব্যবহার করা হয়।

এছাড়াও জনপ্রিয়তার লিস্টে রয়েছে পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দির গাওয়া “তুনাক তুনাক তুন”, বিশ্বের প্রতিটি প্রান্তের বিদেশীরা এই গানের উপর নাচতে পছন্দ করেন। চিন, তুর্কি, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করে মিঠুন চক্রবর্তী অভিনীত “ডিস্কো ড্যান্সার ” সিনেমার “জিমি জিমি” এবং টাইটেল সং”ডিস্কো ড্যান্সার”। বিশেষ করে রাশিয়াতে এই সিনেমা এবং গানটি এখনো ভীষণ জনপ্রিয়।

মালায়ালাম গান “জিমিকি কামাল”, তামিল গান “ঊর্বশী ঊর্বশী”, তামিল অভিনেতা ধানুশের গাওয়া “কোলাভেরি ডি”, রাজ কাপুর অভিনীত “আওয়ারা”সিনেমার “আওয়ারা হু”, নতুন প্রজন্মের গান “কালা চশমা”, শাহরুখ খান এবং মালাইকা আরোরার দুর্ধর্ষ পারফরম্যান্সে “ছাঁইয়া ছাঁইয়া”র মতো গানও বিশ্বে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। তবে এ আর রহমানের সুরে “জয় হো”র জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছে যে গানটি এ আর রহমানকে অস্কার এবং গ্র্যামি পুরস্কার এনে দেয়।