বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে কচুমণিজোতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম মনোয়াল কুজুর। সে ওই এলাকারই বাসিন্দা।
জানা গিয়েছে এদিন ওই ব্যক্তি খাওয়া-দাওয়া করে নিজের ঘরে যায়। এরপর যখন পরিবারের লোকজন ওই ব্যক্তিকে ডাকতে যায়। তখন কোন সাড়া শব্দ না মেলায় সন্দেহ হয় পরিবারের লোকজনের।
এরপর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখতে পান ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। এই দেখে তরীঘরী পরিবারের লোকজন খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।
এরপর পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।