আয়ুষ্মান খুরানা ছবি বাধাই হ তে দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানা ২৫ বছর বয়সে নকুলের চরিত্রে অভিনয় করেছিলেন এবং যেই গল্পে নীনা গুপ্তা তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ২৫ বছর বয়সী নকুল জানতে পেরেছিল যে তার মা সেই বয়সে অন্তসত্ত্বা হয়ে পড়েছেন, যার ফলে নানা কটাক্ষের মুখে তাকে পড়তে হয়েছিল। সেই রূপ ই এবার বাস্তবে ফুটে উঠেছে। ৪৭ বছরের বয়সে এক মহিলা মা হয়েছেন, যার রয়েছে ২৩ বছরের একটি কন্যা। এরকম একটি ঘটনার সাক্ষী হয়েছেন ২৩ বছরের আর্যা যিনি কর্মসূত্রে মা-বাবা থেকে দূরে থাকেন।
ছুটিতে বাড়িতে আসেন। ছুটিতে বাড়ি আসার আগেই শুনতে পান একটি ঘটনা। তার বাবা হঠাৎ করেই তাকে ফোন করে জানান তার মা অন্তঃসত্ত্বা। এই ঘটনা শুনে রীতিমত অবাক হয়ে যায় আর্যা। প্রথমেই তার মাথায় আসে মায়ের শরীর ব্যাপারে কারণ তার মায়ের বয়স ৪৭ এবং এই বয়সে তার মা এরকম ধকল সহ্য করতে পারবে কিনা।
সেটা তার কাছে এক চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আর্যার বাবা জানান তার মা ৮ মাসের গর্ভবতী, প্রথম সাত মাস সেই মহিলা নাকি বুঝতেই পারেননি, প্রথমে তারা সমাজের ভয়ে চুপ করে থাকে অবশেষে নিজের মেয়েকে জানান। এই সমস্ত কিছু শুনে আর্যা বাড়ি ফিরে আসেন এবং মাকে বলেন লজ্জার মত কিছু নেই। এই খবরটা ধীরে ধীরে পরিবারের অন্যান্য সদস্যদেরও জানান তারা।
তবে এই ব্যাপারটা শোনার পর অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন, তবে কেউ কেউ আবার এ বিষয়টি নিয়ে মশকরাও করতে ছাড়েননি। অবশেষে সব কথার কোন রকম পাত্তা দেয়নি আর্যা এবং তার বাবা। সম্প্রতি জানা গেছে যে সেই ৪৭ বছর বয়সী মহিলা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ইতিমধ্যেই সেই সদ্যোজাতের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তারা।