সকালে বাসি কাপড়ে অনেকেই বাড়ির বিশেষ কাজগুলি করে থাকেন। দেখা যায় বাসি কাপড়ে চা খাওয়া কিংবা ঠাকুর ঘরে ঢুকে পারেন কিন্তু জ্যোতিষ শাস্ত্রমতে বাসি কাপড়ে বেশ কয়েকটি কাজ করা একেবারে উচিত নয় তাহলে সংসারে চরম আর্থিক সঙ্কট নেমে আসতে পারে।
আসুন দেখে নেওয়া যাক কোন কোন কাজগুলি বাসি কাপড়ে করা উচিত নয়-
1. ঠাকুর ঘরে প্রবেশ- বাসি কাপড়ে ঠাকুরঘরে ঢুকে পড়েন কিন্তু সকালে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরের কাজ শুরু করা উচিত নয় আগে বাসি কাপড় ছেড়ে গা ধুয়ে নেবেন তার পরে ঠাকুরের কাজ করবেন তা না হলে গৃহ দেবতা রুষ্ট হন। এবং সংসারে চরম আর্থিক সঙ্কট নেমে আসে।
2. কোনও ঠাকুরকে ছুবেন না- ঠাকুরঘরে না ঢুকলেও অনেক সময় ঘরের মধ্যে থাকা কোনও ঠাকুরের গায়ে যদি বাসে কাপড়ের ছোঁয়া লেগে যায় তাহলে সংসারে চরম আর্থিক সংকট দূর হয়। উন্নতি আটকে যায়। তাই বাসি কাপড়ে নয় বরং শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে ছুঁলেই তাতে সংসারের জন্য মঙ্গল হয়।