শহরাঞ্চলে অনেক সময় দেখা যায় জলের পাইপ ফেটে রাস্তা ভেসে যাচ্ছে। এমনকি রাস্তা নিচু থাকলে জল জমে একেবারে বনলতার মতো পরিস্থিতিও লক্ষ্য করা যায় মাঝেমাঝে। এগুলো প্রায়শই হয়ে থাকে, কিন্তু তাই বলে একেবারে পাইপ ফেটে রাস্তার ওপরের পিচের চাঁই উপড়ে পরবে সেটা সত্যিই দেখা যায় নি এর আগে। সম্প্রতি এমন একটি ঘটনার সাক্ষী থাকলো মহারাষ্ট্র। পাইপ ফেটে বিরাট জলোচ্ছ্বাস যেটা কিনা একেবারে সুনামির মতো। এই ঘটনার সময় রাস্তা দিয়ে স্কুটি নিয়ে একজন মহিলা যাচ্ছিলেন , জলের স্রোতে সে একেবারে ছিটকে পরেছে। তার কারণেই দারুণ আঘাতও পেয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে যা কিনা দারুন ভাইরাল হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় মহারাষ্ট্রের ইয়াবতমাল অঞ্চলে ওই ঘটনা ঘটে। যেখানে রাস্তা ফুড়ে আচমকাই বেড়িয়ে আসে জলের প্রবল তোড়। যার স্রোতে ভেসে যায় মহিলাটি। এতবড় জলোচ্ছ্বাস এর আগে কেউ দেখেনি শহরের ভেতরে। সমুদ্রের জলোচ্ছ্বাসের মতোই একেবারে তেড়েফুড়ে বেরিয়ে এসেছে যার কাছে সবাই যেন শিশু। আর তখনি সেই স্কুটি সামনে থাকায় তাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে অনেক দূরেই। ঘটনার পর স্হানীয় প্রশাসন রাস্তার ও জলের পাইপের কাজ শুরু করেছে।