রাজ্যের প্রস্তাব মেনেই হতে চলেছে কলকাতা এবং হাওড়া পুরনিগমের ভোট

23
রাজ্যের প্রস্তাব মেনেই হতে চলেছে কলকাতা এবং হাওড়া পুরনিগমের ভোট

কলকাতা এবং হাওড়া পুরনিগমের ভোট রাজ্যের প্রস্তাব মেনেই হতে চলেছে। রাজ্যের প্রস্তাব মেনেই হবে কলকাতা এবং হাওড়া পুরনিগমের ভোট।

রাজ্য নির্বাচন কমিশন তা নিয়ে সরকারকে সম্মতিপত্র পাঠিয়েছে। আগামী ১৯ ডিসেম্বর হতে চলেছে দুই পুরনিগমের ভোট। চলতি মাসেই বিজ্ঞপ্তি জারি করা হবে।

পুর ও নগরোন্নয়ন দফতর গত ২ নভেম্বর রাজ্যের চারটি কেন্দ্রে উপ-নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয়। ১৯ ডিসেম্বর হাওড়া এবং কলকাতায় পুরভোট করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজ্যের বাকি যে পুরসভাগুলি আছে, সেগুলির ভোট নয়া বছরের জানুয়ারিতে করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।

যদিও বিজেপির রাজ্যের সেই প্রস্তাবে সায় ছিল না। বরং একইসঙ্গে রাজ্যের সব পুরসভা এবং পুরনিগমে ভোট করানোর দাবি তোলে গেরুয়া শিবির। রাজ্য নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়। প্রয়োজনে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়।

সোমবার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‌বিজেপির তরফে চিঠি দিয়ে বলা হয়েছে, রাজ্য সরকারের কোনও অধিকার নেই বেছে বেছে নির্বাচন করানোর। দুটোতে হবে কেন?‌ কেন বাকিগুলিতে হবে না?‌ সারা রাজ্যে সব পুরসভায় কেন একসঙ্গে ভোট হবে না?‌ গণতন্ত্রকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা চলবে না।’