শীঘ্রই বাবা-মা হতে চলেছে এই রূপান্তরকামী দম্পতি

22
শীঘ্রই বাবা-মা হতে চলেছে এই রূপান্তরকামী দম্পতি

এমন বিস্ময়কর ঘটনা এর আগে ঘটেছে বলে জানা নেই কারোর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জিয়া এবং জাহাদ। এখন সকলেরই কাছে পরিচিত এই দুই মুখ। এনারা হলেন কেরলের কোঝিকোড় শহরের বাসিন্দা কিন্তু তাঁরা দুজনেই যা করলেন তা অভাবনীয়। জিয়া জন্মসূত্রে ছিলেন একজন ছেলে যিনি বরাবরই নিজেকে মেয়ে বলে ভাবতেন। যেমনি ভাবা তেমনি কাজ। তাই সেই মতো নিজের লিঙ্গ পাল্টে ফেলেন তিনি।

অপরদিকে জাহাদ যিনি জন্মসূত্রে একজন মেয়ে ছিলেন তিনি বরাবরই নিজেকে ছেলে হিসাবে দেখবার শখ ছিল। তাই সেই শখ পূরণে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করে নিজেকে পাল্টে ফেলেছেন কিন্তু এতটাও সহজ ছিল না তাদের এই যাত্রাপথ। নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে। তবে মাত্র বছর তিনেক আগে তাদের দেখা হয়েছিল এবং তাঁরা দুজনেই একে অপরের মধ্যে টান অনুভব করেন যে কারণে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন।

সম্প্রতি মা হতে চলেছেন জাহাদ কারণ তিনি জন্মসূত্রে মেয়ে তাই তাঁকেই গর্ভধারণ করতে হচ্ছে। এখন জাহাদের আট মাস, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আপাতত দুজনেই হবু মা-বাবা যে কারণে তাদের আনন্দের সীমা নেই। এই খবর তাঁর বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যের কাছেও পৌঁছে গিয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদের মাতৃত্বকালীন ফটোশুটেও দেখা গেছে। নিজেদের নতুন জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে এই রূপান্তরকামী যুগলের।