এবার থেকে পুলিশ বাহিনীতে কাজ করবে কাঠবিড়ালির দল। এরকম ছোট্ট খুদে প্রানীরাই এবার আটকাবে মাদক পাচার। ইতিমধ্যেই তাদের এই কাজের জন্য প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হয়েছে। এই কাজ করতে চলেছে চিনের চকিং প্রদেশ। প্রশিক্ষকরা আশাবাদীদের কাঠবিড়ালির দল যথেষ্ট দক্ষতার সঙ্গে আগামী দিনে কাজ করবে।
আমরা জানি যে কুকুরের ঘ্রাণ শক্তি অত্যন্ত ভালো যার কারণেই বিভিন্ন জায়গায় তল্লাশীর কাজে তাদের লাগানো হয়, তবে চকিং প্রদেশের এক পুলিশ আধিকারিক জানিয়েছে যে, কাঠবিড়ালির ঘ্রাণশক্তি ও অত্যন্ত ভালো। কুকুরের থেকে আকারে ছোট হওয়ার কারণে ছোট ছোট জায়গাতে গিয়েও তারা কাজ করতে পারবে।
ইতিমধ্যেই ছটি কাঠবিড়ালিকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই প্রশিক্ষণপ্রাপ্ত কাঠবিড়ালির দল খুব অল্পদিনের মধ্যেই মাদক শুঁকে খুঁজে বের করতে পারছে। প্রত্যেকদিন নতুন নতুন মাদকদ্রব্য ব্যবহার করে সে কাঠবিড়ালি দলকে প্রশিক্ষণ দেয়ার কাজ করা হচ্ছে।
কাঠবিড়ালিদের এই প্রশিক্ষণ দেয়ার কাজ করছেন যারা কুকুরদের প্রশিক্ষণ দেন তারাই। খবর সূত্রে জানা গেছে যে, দীর্ঘ গবেষণার পরবর্তীকালেই জানা গেছে যে কাঠবিড়ালির এই বিশেষ ক্ষমতা। প্রাথমিক প্রশিক্ষণ শেষ হওয়ার পরবর্তীকালে এই কাঠবিড়ালির দল যোগ দেবে পুলিশে। রেল স্টেশন ছাড়াও বিমানবন্দর এছাড়া গুদামঘর সমস্ত জাগতেই তারা কাজ করবে।