আলিপুরদুয়ার:- বুধবার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে গেট মিটিং করল ভারতীয় জনতা পার্টি প্রভাবিত চা বাগান শ্রমিক সংগঠন বি টি ডাব্লু ইউ।
এদিন আলিপুদুয়ারের সাংসদ জন বারলার উপস্থিতে শ্রমিকদের জমির পাট্টা, ন্যুনতম মজুরি, স্টাফ ও সাব স্টাফদের শূন্যপদ পূরণ সহ বিভিন্ন দাবি জানিয়ে গেট মিটিং করা হয়।
এদিনের ওই গেট মিটিং এ সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন, বি টি ডাব্লিউ ইউ এর সভাপতি মাহাদো উরাও, সম্পাদক বিমল মুন্ডা, বিজেপির ১৩ নং মন্ডল সভাপতি অঘোর নাথ রায় সহ শ্রমিক নেতৃবৃন্দ। সাংসদ জন বার্লা জানান, “যে বর্তমানে চা বাগানে কর্মরত শ্রমিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমাদের দাবি শ্রমিকদের জমির পাট্টা প্রদান করতে হবে এছাড়াও শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে।
এসমস্ত একাধিক দাবিতে আজ ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে গেট মিটিং করা হয়। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন পথে নামা হবে বলে জানান তিনি।”