পরকীয়া নিয়ে অবাক করা তথ্য সামনে এলো। সবথেকে অবাক করা কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্কে সারাদেশের মধ্যে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গে পরকীয়ায় মত্ত হবার প্রবণতা সবথেকে বেশি। তবে এক্ষেত্রে পুরুষদের হারিয়ে দিয়েছে মহিলারা। ভারতে এই মুহূর্তে পরকীয়া রমরমিয়ে চলছে।
বিবাহ বহির্ভূত ডেটিং এপ্লিকেশনের করা একটি সমীক্ষায় ধরা পড়েছে ভারতে প্রতি 10 জন মানুষের মধ্যে 6 জন পরকীয়ায় যুক্ত। তবে এক্ষেত্রে মহিলারা বেশি ঝুঁকছেন পরকীয়ায়।
সমীক্ষায় আরো উঠে এসেছে, বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতায় বসবাসকারীরাই এই বিবাহ বহির্ভূত সম্পর্কে বেশি জড়াচ্ছেন। তবে এই শহরের মধ্যে এগিয়ে কলকাতা। কলকাতা শহরের বুকে এর সংখ্যা কয়েকগুণ বেশি।
কিছু কিছু মহিলা দাবি করেছেন, পরকীয়ায় জড়িয়ে যাবার পর থেকে স্বামীদের থেকে বেশি ভালোবাসা পাচ্ছেন তারা। স্বামীরা বাধ্য হয়ে স্ত্রীকে বেশি করে সময় দিচ্ছে, সব দিকে খেয়াল রাখছে। আগের থেকে ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে।
তবে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো এপ্লিকেশনের করা সমীক্ষায় বলা হয়েছে, গত চার বছরে অনেকগুন বেশি বেড়েছে পরকীয়া। তবে এক্ষেত্রে পুরুষদের হারিয়ে দিয়েছে মহিলারা।