এখনই পেট্রোপণ্যের দাম কমাবে না রাজ্য! ইঙ্গিত দিলেন কুনাল ঘোষ

49
এখনই পেট্রোপণ্যের দাম কমাবে না রাজ্য! ইঙ্গিত দিলেন কুনাল ঘোষ

দীপাবলীর আগেই দেশবাসীর উদ্দেশ্যে বড় সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘ বেশ কয়েক মাস ধরে উত্তরোত্তর দামবৃদ্ধির পর অবশেষে পেট্রোপণ্যের দামে উপর লাগাম টানা হয়েছে। পেট্রোলে লিটার প্রতি 5 টাকা এবং ডিজেলের লিটার প্রতি 10 টাকা দাম কমানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের শুল্ক কমানোর পর স্বভাবতই সকলের নজর ছিল রাজ্য সরকারের দিকে।

বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই পেট্রোল ডিজেলের উপর রাজ্যের শুল্ক কমিয়েছে। যদিও পশ্চিমবঙ্গে অবশ্য সেই সম্ভাবনা নেই। আকারে-ইঙ্গিতে তেমনটাই বুঝিয়ে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি উল্টে কেন্দ্রের সমালোচনা করলেন।

তার বক্তব্য, কেন্দ্রীয় সরকারের এই শুল্ক কমানো আসলে নাটক। তেলের দাম বাড়িয়ে দিয়ে দাম কমানোর নাটক করছে কেন্দ্র। তিনি আরো বলেছেন, পেট্রোপণ্যের উপর কর কেন্দ্র সরকার বেশি পায়। তাই তাদের ক্ষতি কম হবে। আবার বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের তরফ থেকে তাদের প্রাপ্য পেয়ে যায়। তার উপর আবার বাড়তিও পায়। কর কমালেও তাদের পুষিয়ে যায়।

সেই প্রসঙ্গে বাংলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন বাংলাকে বকেয়াই মেটায় না কেন্দ্র। লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে এখন মানুষের চোখে ধুলো দিয়ে কর কমানোর নাটক করা হচ্ছে। তার দাবি, আগে পেট্রোলের মূল দাম কমানো হোক। অর্থাৎ রাজ্য যে এখনই পেট্রোপণ্যের দাম কমাবে না তা নিশ্চিত করে দিলেন কুনাল ঘোষ।