মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা নিয়ে বিপাকে রাজ্য সরকার

23

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মেট্রো ডেয়ারি বিক্রি সংক্রান্ত ঘটনার মামলা চলছে আদালতে। এবার সেই মামলায় এলো নতুন মোড়। যার জেরে বেজায় বিপাকে রাজ্য সরকার।

আদালত নির্দেশ দিলে এই মামলার তদন্ত করতে পারে সিবিআই। মঙ্গলবার সিবিআইয়ের তরফ থেকে আদালতে এমনটাই জানানো হয়েছে। মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি সংক্রান্ত মামলার তদন্ত করতে প্রস্তুত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

2011 সালে ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত এই সংস্থাটিকেই একমাত্র বিলগ্নীকরণ করেছিল রাজ্য সরকার। একটি বেসরকারি সংস্থার কাছে বেচে দেওয়া হয়েছিল 47 শতাংশ শেয়ার। যার পরিপ্রেক্ষিতে আদালতে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়ে তিনি 2018 সালে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন হাইকোর্টে। অধীর রঞ্জন চৌধুরীর পিটিশনে অভিযোগ করা হয়েছিল 2017 সালে রাজ্য ক্যাবিনেট এই সংস্থার 47 শতাংশ শেয়ার একটি বেসরকারি সংস্থাকে বিক্রি করার অনুমোদন দিয়েছিল। জনগণের টাকায় তৈরি কোম্পানির শেয়ার কম দামে বেসরকারি সংস্থাকে বিক্রি করে রাজ্য সরকার অনেক লোকসান করেছে বলে দাবি অধীর রঞ্জন চৌধুরীর।