বিয়ে করছে না ছেলে, তার ফলেই কি কাণ্ড ঘটালো মা!

12
বিয়ে করছে না ছেলে, তার ফলেই কি কাণ্ড ঘটালো মা!

বয়স ২৫ থেকে ২৬ এর ঘরে গেলেই মানুষজন বিয়ের জন্য তারা করতে থাকে। বিশেষ করে পরিবারের তরফ থেকে আত্মীয়-স্বজন এমনকি পাড়া-প্রতিবেশীরাই যেন বিয়ে জন্য বেশী চিন্তা ভাবনা করতে থাকে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে সবার ওপরেই বিয়ের চাপ আসতে থাকে। কিন্তু বর্তমান সময়ে পাত্র কিংবা পাত্রী প্রথমে নিজের পায়ে দাঁড়িয়ে হাতে কিছুটা টাকা জমিয়ে তারপর বিয়ের পিঁড়িতে বসতে চায়। কিন্তু এই ব্যাপারটা অনেকেই বুঝতে চায় না ৩০ এর গণ্ডি ছোঁয়া মাত্রই চারপাশ থেকে আসতে থাকে বিয়ে করার চাপ। দিয়ে পাত্র-পাত্রী একেবারে নিজস্ব সিদ্ধান্ত।

অনেকে আবার বিয়ে না করেই থাকতে চায়। কিন্তু বয়স পেরিয়ে গেলেও ছেলে মেয়ের বিয়ের কোন হুশ থাকে না, মা-বাবার বয়স বেড়ে যায় সাথে চিন্তাও। নিজে পছন্দ করে বিয়ে করলেও আপত্তি নেই মা-বাবার কিন্তু তবুও বিয়ে করতে চায়না ছেলে মেয়েরা। এই মুহূর্তে মা-বাবাদের কি করনীয়? এই ধরনের চিন্তাভাবনা শুধুমাত্র যে ভারতেই সেটা কিন্তু নয়। চীনের মা-বাবারাও ঠিক একই চিন্তা করে তাদের সন্তানদের জন্য। সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে ছেলের বিয়ের বয়স পেরিয়ে যাওয়া সত্ত্বেও বিয়ে করছে না ছেলে, তার ফলেই কি কাণ্ড ঘটালো মা? সেটা এবার দেখে নিন।

চিনে রাখ ব্যক্তির ৩৮ বছর হওয়া সত্ত্বেও বিয়ে করছে না সে। নিজে পছন্দ করে বিয়ে করতেও রাজি নয় এমনকি নেই কোনো গার্লফ্রেন্ড। স্বাভাবিকভাবে এই নিয়ে চিন্তায় পড়েছে তার মা, এমনকি তার কি কোনো গোপন সমস্যা রয়েছে? সমস্ত কিছু নিয়েই চিন্তা করতে করতে একটা সময় ছেলেকে নিয়ে পৌছেছে সাইকাইট্রিস্টের কাছেও। সেখানে গিয়েও ছেলের কোনো রোগ ধরতে পারিনি ডাক্তার।

বরং ডাক্তার এটা জানিয়েছে যে ছেলের বিয়ে দেওয়া নিয়ে এক প্রকার মানসিক রোগে আক্রান্ত হয়েছেন মা নিজে। সেই ব্যক্তি অবশ্য জানিয়েছে আমি বিয়ে করব না এমনটা নয়, আসলে সঠিক মানুষ আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি বিয়ে করছি না বলে মা অসুস্থ হয়ে পড়েছে রাতে ঘুমাতে পারছে না এটা দেখে আমার খুব খারাপ লাগছে।