সস্তা ডিজেল, অর্ধেক কমল পেট্রলও। বৃহস্পতিবার দেশজুড়ে অনেকটা নামল পেট্রল-ডিজেলের দর। প্রায় 6 টাকা সস্তা হয়েছে পেট্রল। ডিজেলের দাম কমেছে প্রায় 12 টাকা। দীপাবলিতে এই দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে।
সাধারণ মানুষ অবশেষে দীপাবলিতে স্বস্তি পেল। কেন্দ্রের বড় ‘গিফট’ পেল সাধারণ মানুষ। যার জেরে দেশজুড়ে অনেকটা সস্তা হল পেট্রল ডিজেল।
কলকাতা সহ দেশের ছোট-বড় সব শহরে জ্বালানির এই দামের পতনে মুখে হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। কলকাতায় জ্বালানির দামে রয়েছে বিরাট হেরফের। এদিন কলকাতায় পেট্রলের লিটারপ্রতি দাম রয়েছে 104.67 টাকা। আগের দিনের তুলনায় যা কিনা 5.82 টাকা কম।
অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে রয়েছে অনেকটা। কলকাতায় ডিজেলের দাম কমেছে 11.77 টাকা। যার ফলে কলকাতায় ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে 89.79 টাকা। দেখা যাচ্ছে ডিজেল যা কমেছে, তাঁর থেকে প্রায় অর্ধেক কমেছে পেট্রলের দাম।
এদিকে, মুম্বইতে পেট্রল-ডিজেলের দাম মুম্বইতে পেট্রলের দাম কমেছে 5.87 টাকা। যার ফলে বাণিজ্য নগরীতে পেট্রল বিকোচ্ছে 109.98 টাকা প্রতি লিটার। পাশাপাশি 12.48 টাকা কমে এদিন মুম্বইতে ডিজেল বিক্রি হচ্ছে 94.14 টাকা প্রতি লিটার। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম পেট্রলের দর দিল্লিতে ছিল 110 টাকা 04 পয়সা প্রতি লিটারে। এদিন সেই দাম কমে দাঁড়িয়েছে 103.97 টাকা।