নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল ছোট গাড়ি, আহত ১

8
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল ছোট গাড়ি,আহত ১

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল ছোট গাড়ি। এই ঘটনায় আহত এক।

জানা গিয়েছে যে এদিন সকালে ছোট ছোট গাড়িটি বিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় মুরালিগঞ্জ এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এবং গাড়িতে থাকা চালক আহত হয়।

এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ আহতকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। তবে কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন বিধাননগর থানার পুলিশ।