মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের সয়দাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল ছোট গাড়ি। এই ঘটনায় মৃত এক আহত আরও পাঁচজন। মৃতের নাম রণদীপ মন্ডল(২৬)। সে মুরালিগঞ্জের বাসিন্দা।
জানা গিয়েছে যে এদিন একটি ছোট গাড়িতে করে ছয়জন বিধাননগর থেকে ডাঙ্গাপাড়ার দিকের যাচ্ছিল। ঠিক সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই ঢুকে যায়। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের আহত হয় আরও পাঁচজন। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেয় পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ ও বিধাননগর ট্রাফিক গার্ড । এরপর পুলিশ গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।