রাত দশটা বাজলেই শিবলিঙ্গ চলে যায় সমুদ্রের গভীরে, কথিত আছে বাবার মন্দির নাকি নিদ্রায় চলে যান। তবে শুধু শিবলিঙ্গ নয় পুরো শিব মন্দির চলে যায় জলের তলায়।
রাত্রি দশটা থেকে পরদিন দুপুর একটা অবধি সেই মন্দিরকে দেখতে পান না দর্শনার্থীরা তাই শিবলিঙ্গের দর্শন পেতে দর্শনার্থীদের দুপুর একটা থেকে রাত্রি দশটার মধ্যে যেতে হয় সেখানে।
সেই রহস্য ঘেরা মন্দির হল গুজরাতের নিষ্কলঙ্কেশ্বর শিব মন্দির। গুজরাটের সমুদ্রতীর থেকে দেড় কিলোমিটার হেঁটে গেলে এই মন্দিরে পৌঁছতে পারবেন দর্শনার্থীরা।
কিন্তু সময় নির্দিষ্ট দুপুর একটা থেকে রাত্রি দশটা তবে এই এতক্ষণ সময় সমুদ্রের জলে মন্দির থাকার কারণ কী? প্রচলিত আছে পাণ্ডবরা এই মন্দিরের পাঁচটি শিবলিঙ্গ করেছিলেন নিজেদের কলঙ্ক ও পাপ ধুয়ে মুছে ফেলতে।
কিন্তু ঠিক কী কারণে এতটা সময় জলের নীচে থাকার পর আবার জলের উপরে উঠে আসে মন্দির? সমাধান সূত্র এখনও বার করতে পারেননি কেউই।