দলীয় মুখপাত্রে তৃণমূলের কঠোর সমালোচনা করল শিবসেনা নেতৃত্ব

26
দলীয় মুখপাত্রে তৃণমূলের কঠোর সমালোচনা করল শিবসেনা নেতৃত্ব

তৃণমূল গোয়াতে কংগ্রেসকে কোণঠাসা করতে গিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এনিয়ে দলীয় মুখপাত্রে তৃণমূলকে একহাত নিলেন।

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত কিছুদিন আগে জাতীয়স্তরে জোট করা নিয়ে কথা বলেছিলেন তৃণমূল নেত্রীর সঙ্গে। আর এখন শিবসেনার দাবি, তৃণমূল ও আম আদমি পার্টি গোয়াতে ভোটারদের প্রভাবিত করতে ও প্রতিষ্ঠিত নেতাদের নিজেদের দিকে টানতে টাকা ছড়াচ্ছে। দলীয় মুখপাত্র সামনাতে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন,”গোয়াতে কংগ্রেসকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানের সঙ্গে মেলে না। দেশের অন্যতম প্রাচীন একটি দলকে উপড়ে ফেলা বিজেপির স্বপ্ন হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী যিনি শাসকের বিরুদ্ধে লড়াই করেছেন তাঁর এধরনের অবস্থান হওয়া বাঞ্চনীয় নয়।”

তিনি আরও বলেন,”তৃণমূলের এই রাজনীতি শেষ পর্যন্ত বিজেপিকেই সুবিধা করে দেবে।” শিবেসনা নেতৃত্বের দাবি, গোয়াতে কংগ্রেসের শক্তি ১৭ থেকে ২তে গিয়ে ঠেকেছে। রাজ্যে নেতৃত্ব দেওয়ার মতো কোনও শক্তিশালী নেতা নেই।