এই ব্রিজের উপরে গেলেই নাকি উন্মাদ হয়ে আত্মহত্যা করার চেষ্টা করে সারমেয়রা

23

এই পৃথিবীতে রহস্যজনক বহু স্থান রয়েছে। সেখানকার রহস্য উদঘাটন করা মানুষের পক্ষে সম্ভব হয়নি। এমনই একটি জায়গা হল স্কটল্যান্ডের ডাম্বারটন। সেখানে রয়েছে ওভারটাউন ব্রিজ’। এই ব্রিজের উপরে গেলেই নাকি পাগল হয়ে যায় সারমেয়রা। আত্মহত্যা করার চেষ্টা করে তারা। এমন রহস্যজনক ব্রিজ ঘিরে রহস্য প্রতিনিয়ত বাড়ছে।

সেই 5 এর দশক থেকে এই ঘটনা ঘটে আসছে। স্কটল্যান্ডের এই সেতুটিকে ডগ সুইসাইড ব্রিজ বলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা দাবি করেন, 1950 সাল থেকে এই পর্যন্ত নাকি 300 টিরও বেশি সারমেয় ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এই ব্রিজে গেলেই নাকি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তারা। তবে স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করেন সংখ্যাটা নাকি 600 এরও বেশি।

এভাবে ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার জন্য নাকি কিছু সারমেয়র মৃত্যু হয়েছে। ব্রিজের নিচে রয়েছে একটি নদী। যে নদী বেশিরভাগ সময় শুকনো থাকে। নদীর নিচের অংশের মাটি পাথরে পরিণত হয়েছে। সেখানে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সারমেয়রা। এইভাবে প্রচুর সারমেয়র মৃত্যু হয়েছে বলেও জানা যায়।

শুধু তাই নয়, যারা বেঁচে গিয়েছে তাদের মধ্যে অনেকেই নাকি আবারও আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, ব্রিজের পাশে ওভার টাউন হাউস রয়েছে। তার মালকিন স্বামীর মৃত্যুর পর এখানে একা দিন কাটাতেন। তার অতৃপ্ত আত্মার প্রভাবে এমন ঘটনা ঘটছে। তবে বিজ্ঞানীদের দাবি ব্রিজের পাশে সিমেন্টের চওড়া পাঁচিল আছে। সারমেয়রা পাঁচিল এবং রাস্তার মধ্যে পার্থক্য বুঝতে পারেনা।

Scotland has this strange place where pets go to breathe their last | Sangbad Pratidin