উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে অনেকটাই চাপে শাসক দল

8
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে অনেকটাই চাপে শাসক দল

নিয়োগ দুর্নীতি নিয়ে বঙ্গের রাজনৈতিক আবহ অনেকটাই গরম। যেকোন দিকে কান পাতলেই শোনা যাচ্ছে নিয়োগ দুর্নীতির খবর। ইতিমধ্যেই শাসক দলের অনেক নেতা মন্ত্রীর নাম জড়িয়ে পরছে এই দুর্নীতিতে। যার কারণেই শাসক দল অনেকটাই চাপে। তবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঠিক এই আবহের মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন, একদিন আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে তার বাবা কম্ল গুহকে কাঠগড়ায় তুলেছিল ছেলে।

তার পরের দিন আবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে তিনি এদিন বলেন, বাম আমলে একটা কোটা সিস্টেম ছিল। ফরওয়ার্ড ব্লক তার ভাগ পেয়েছে। আর ফরওয়ার্ড ব্লক ভাগ পাওয়া মানে কোচবিহারে অনেক চাকরি হয়েছে। বাবা তখন জেলা সম্পাদক ছিলেন, তার জন্য বাবাকে অনুমোদন করতে হয়েছে। আমিও অনুমোদন দিয়েছি। যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছে, এটা জেনেও দলের স্বার্থে করতে হয়েছে।

এর পরেই তিনি বিস্ফোরক মন্তব্যটি করেন, তিনি বলেন সুযোগ পেলে দলের ছেলেদের আমরা চাকরি দিই। মন্ত্রী হিসেবে তিনজনকে আমি চাকরি দিয়েছি। নিয়ম অনুযায়ী আগামী ১ বছরের মধ্যে চাকরি স্থায়ী হবে। সেই তিনজন পার্টির ছেলে। এই কথা বলার পরেই দারুণ ভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি তার বাবাকে কাঠগোরায় দাড় করিয়ে বলেন, আমার বাবা বাম আমলে মন্ত্রী ছিলেন, অনেক সরকারি দপ্তরে নিয়োগ করেছিলেন। আগেও চাকরি দেওয়ার কাজ হত, পরেও হবে।