মুখের ডান দিক প্যারালাইজড হয়ে গেল মার্কিন পপ শিল্পী জাস্টিন বিবার এর

23
মুখের ডান দিক প্যারালাইজড হয়ে গেল মার্কিন পপ শিল্পী জাস্টিন বিবার এর

বিরল র‍্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত মার্কিন পপ সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার। জাস্টিন বিবারের কানের পাশের স্নায়ুতে ভাইরাস সংক্রমণের ফলে মুখের একপাশ প্যারালাইজড।

তিনি তার ফ্যানেদের ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে এই খবর জানিয়েছেন। তার কান ও মুখের স্নায়ুতে সংক্রমণের ফলে মুখের ডান দিক প্যারালাইজড হয়ে গিয়েছে।

এখন তিনি ডান চোখের পলকও ফেলতে পারেন না ঠিক মতোন। এমনকি তিনি মুখের ডান দিক নাড়াচাড়াও করতে পারেন না।

তিনি বিগত কিছুদিনে বেশ কিছু শো বাতিল করেছিলেন। ভিডিওটিতে তার ব্যাখ্যা দিতেই নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।

প্রসঙ্গত উল্লেখ্য,চিকেনপক্স সেরে গেলেও এই রোগ থেকে সহজে মানুষ মুক্তি পায় না কারণ এটি থেকে যেতে পারে। এমনকি কয়েক বছর পরেও এ রোগ হতে পারে।