সোশ্যাল মিডিয়ায় ১৫ হাজার টাকার একটি হাফপ্যান্টের দাম ঘিরে উত্তাল। এই হাল ফ্যাশানের যুগে মানুষ নিজেকে সকলের সামনে আকর্ষণীয় করে তুলতে চেষ্টার কোন খামতি রাখেন না। তা সে ব্র্যান্ডেড জামাকাপড় থেকে শুরু করে জুতো। সবেতেই থাকে এক আলাদা চমক।
কিন্তু তাই বলে একটা হাফপ্যান্টের দাম ১৪,৪৫০টাকা। প্যান্টের দাম নিয়ে রীতিমত তপ্ত নেটপাড়া। কোবে’র পোশাকের এই আম নিয়ে সটান টুইট করেছেন এক ব্যক্তি। তিনি তার টুইটে সংশ্লিষ্ট শর্টসের ছবি ও দাম তুলে ধরেছেন। আর এই টুইট সামনে আসতেই তা রাতারাতি তুমুল ভাইরাল।
অনেকেই এই শর্টসকে ‘মান্ধাতার আমলের’ বলেও দাবি করেছেন। সেই সঙ্গে আরও নানা মন্তব্যকে ঘিরে এখন সরগরম নেটপাড়া।
why is this pattapatti trouser 15k?😭 pic.twitter.com/RrBSeFqd3I
— Arshad Wahid (@vettichennaiguy) July 30, 2022