নতুন বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে? দেখে নিন

14
নতুন বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে? দেখে নিন

আর কিছুদিন পরেই বাজেট। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের কাটা ছেঁড়া। আগামী বাজেটে বেশ কিছু ক্ষেত্রে দাম কমতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বেশ কিছু জিনিস সাশ্রয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার তাই বেশ কিছু জিনিসের দাম কমতে পারে আগামীদিনে। তবে পাশাপাশি কিছু ক্ষেত্রে দাম বাড়তেও পারে বলে মনে করা হচ্ছে। ফলে পকেটে বাড়তি টান যে পড়বে মধ্যবিত্তদের তা বলাই বাহুল্য। যদিও আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করা হয় নি কিন্তু তারপরেও কিছু জিনিসের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আজ সেই সব জিনিসের দাম আমরা জেনে নেব কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

জ্বালানি: যে জিনিসের দাম বাড়তে পারেই বলে মনে করা হচ্ছে তার মধ্যে অন্যতম হল জ্বালানি। গত কয়েক মাস ধরেই পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর থেকে পরিত্রাণ আপাতত নেই বলেই মনে করা হচ্ছে। পেট্রোল-ডিজেলের দাম এখনো থাকবে ঊর্ধ্বমুখী। জ্বালানির দাম বৃদ্ধির ফলে পণ্য এবং পরিষেবার দামের উপর প্রভাব পড়বে কারণ পরিবহন খরচ বেড়ে যাবে।

সোনা: আরো একটি জিনিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সেটি হলো সোনা। এর পেছনে রয়েছে রুপির দামে পতন এবং হলুদ ধাতুর চাহিদা বৃদ্ধি। সোনার দাম বৃদ্ধির ফলে গহনা এবং অন্যান্য স্বর্ণ ভিত্তিক পণ্যের দামের উপর প্রভাব পড়বে আগামী দিনে।

বিলাসবহুল পণ্য: জ্বালানি এবং সোনার পাশাপাশি আসন্ন বাজেটে বিলাসবহুল পণ্যের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিলাসবহুলির গাড়ি, ডিজাইনার পোশাক এবং উচ্চমানের ঘড়ি। রাজস্ব বাড়াতে এবং অত্যাধিক খরচ আটকানোর জন্য ওই সামগ্রিক গুলির ওপর সরকার কর চাপাতে পারে বলে মনে করা হচ্ছে।

পরিশেষে: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতা রমন। তার আগে সোনা জ্বালানি এবং বিলাসবহুল পণ্যের উপর নজর রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলোর দাম বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু পণের দাম কমে যেতে পারে তাই গ্রাহকরা কিছুটা স্বস্তিও পেতে পারেন আগামী দিনে।