সস্তা হল গ্যাস সিলিন্ডারের দাম! দেখে নিন

9
সস্তা হল গ্যাস সিলিন্ডারের দাম! দেখে নিন

আজ পহেলা এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু হল, আর ঠিক আজ থেকেই সস্তা হল গ্যাস সিলিন্ডারের দাম। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এবার কমল ৮৯ টাকার মতো। দিল্লিতে এই গ্যাসের দাম কমেছে ৯১.৫০ টাকার মতো। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে নতুন দাম উল্লেখ করা হয়েছে।

লক্ষ্য করা যায় দেখা যাবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন ২০২৮ টাকা, গতমাসেই সেটা ৩৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল। তবে এবার নতুন আর্থিক বছরে কিছুটা দাম কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। কিন্তু ডোমেস্টিক সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন ঘটেনি।

১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন মুম্বইয়ে রয়েছে ১৯৮০ টাকা, চেন্নাইতে ২১৯২ টাকা, কলকাতায় ২১৩২ টাকা।

এদিকে ১৪ কেজি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ১১০৩ টাকা, কলকাতায় ১১২৯ টাকা, মুম্বাইতে ১১১২ টাকা, চেন্নাইতে ১১১৮ টাকা। গত ১ লা মার্চে ৫০ টাকা আবার দাম বৃদ্ধি করা হয়েছিল।