দীর্ঘ দিন থেকে যে নিয়ম মেনে আসা হচ্ছে, সেই নিয়মই এবার বদলানো হল। কারণ এবার থেকে রাজভবনের প্রবেশাধিকার সাধারণ মানুষেরও। তাই এবার রাজভবন হয়ে উঠল জন রাজভবন। এখন রাষ্ট্রপতি রাজ্যে উপস্থিত রয়েছেন। তিনিই এবার স্বয়ং মানুষের জন্য রাজভবনের দুয়ার খুলে দেওয়ার কথা বললেন। তিনি তাই মুখ্যমন্ত্রীর হাতে প্রতীকী চাবি তুলে দিলেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২ দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। আর সেই কারণে রাজভবনে নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল, আর সেখানেই আমন্ত্রণ করা হয় রাষ্ট্রপতিকে। সেই নৈশ ভোজনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। আর তখনই নাকি কেওটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর হাতে। এর পরে গতকাল মঙ্গলবার এই বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় রাজভবনের পক্ষ থেকে। সেখানে বলা হয় এবার রাজভবন সাধারণ মানুষের জন্যও খুলে দেওয়া হবে। রাজভবনের বাইরে ভেতরে ঘুরে দেখতে পারবে সাধারণ মানুষ। আর সেটার নাম দেওয়া হয়েছে হেরিটেজ ওয়াক।
কিছুদিন আগে রাষ্ট্রপতি অবশ্য সেকেন্দ্রাবাদেও রাষ্ট্রপতি নিলয় খুলে দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য। এবার তিনি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে ও ঔপনিবেশিক মানসিকতা ভাঙ্গতে এই রাজভবন সাধারণ মানুষের জন্য খুলে দিলেন।