শার্লক হোমস্ কিরিটী ফেলুদা ব্যোমকেশ এনারা প্রত্যেকেই বড় বড় গোয়েন্দা কিন্তু এই সমস্ত গোয়েন্দারাও এই রহস্য ভেদ করতে বিফলে যাবেন। যা গত ৭৭ বছরের সমাধান করা যায়নি আগামী দিনেও তা কতটা সম্ভব তা নিয়েও রয়েছে সংশয়।
আমরা আজকে জানবো তেমনি একটি রহস্যময় বিষয়। তবে এই রহস্যময় ঘটনাটি রয়েছে জাপানে জাপানের হিরোশিমা শহরে। হিরোশিমা নাগাসাকি এই দুটি শহরের নাম আমাদের কাছে অত্যন্ত পরিচিত কারণ ১৯৪৫ সালের ৬ই আগস্ট আমেরিকা এই দুটি শহরের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। যার কথা ইতিহাসের পাতায় জ্বল জ্বল করছে। তবে হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয়েছিল তার নাম লিটিল বয়, যার ওজন ছিল ৪৪০০ কেজি এবং তার বিস্ফোরণে ভূগর্ভে ৪০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন হয়েছিল।
তবে এই হিরোশিমা শহরেই একটি জায়গায় ছায়া পড়ে, রহস্যময় সে ছায়া, যা অবিকল এক মানুষের ছায়ার মত। জানা যায় যে জায়গায় ছায়াটি দেখতে পাওয়া যায় সেখানে বসে থাকা এক ব্যক্তির মৃত্যু ঘটেছিল কিন্তু ব্যক্তির মৃত্যু ঘটলেও ছায়ার মৃত্যু ঘটেনি। এমনকি সনাক্ত করা যায়নি সেই ব্যক্তি কে। সে রহস্য ভেদ করা সম্ভব হয়নি তবে তাকে ইতিমধ্যেই এই ছায়ার নামকরণ করা হয়েছে হিরোশিমা স্টেপস শ্যাডো বা হিরোশিমার ছায়া।