পৃথিবীর সবথেকে দামি ফল জাপানের যুবারি মেলন। এই ফলের দাম সাধারণের নাগালের বাইরে। এমনকি ধনকুবেররাও ফল কেনার আগে নিশ্চয়ই দুবার ভাববেন। কারণ এই ফলের দাম কেজিপ্রতি কুড়ি লক্ষ টাকা! সম্প্রতি জাপানের বাজারে বিক্রি হলো যুবারি মেলন।
বাইরে থেকে দেখতে অনেকটা তরমুজের মতো হলেও ভেতরে এর স্বাদ অনেকটা কমলালেবুর মতো। এ সপ্তাহেই জাপানের বাজারে এমন একটি ফলের দাম উঠেছে ভারতীয় মুদ্রায় প্রায় সাত লক্ষ 92 হাজার টাকা। এমন দামে নতুন গাড়ি, কিংবা ছোটখাটো জমি বা সোনার গয়না বানিয়ে ফেলতে পারবেন অনায়াসেই।
কাজেই সাধারণ মানুষ এমন ফল চেখে দেখা তো দূরের কথা, ছুঁয়েও দেখতে চাইবেন না অনেকেই। বিশ্বের বিলাসবহুল খাবার বা পানীয়ের মধ্যে বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো ইউবারি মেলনও ভীষণ দামি ফল। এটি অত্যন্ত বিরলও বটে। সাধারণত এমন একটি ফল চাষ করতে 100 দিন সময় লাগে।
2019 সালে একজোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল 32 লক্ষ টাকায়। বিশ্বের সবথেকে দামি ফল হলো এই ফল।