১২২৬ কেজি ওজোনের একটি কুমড়ো ফলিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন এই ব্যাক্তি

24
১২২৬ কেজি ওজোনের একটি কুমড়ো ফলিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন এই ব্যাক্তি

বাস্তবে দেখা মিলল এক বিরাট কুমড়োর। একজন, দু’জন নয়, সাড়ে সতেরো জন পূর্ণবয়স্ক মানুষের ওজনের সমান ওই কুমড়ো ফলিয়েছেন ইতালির এক কৃষক। যা জায়গা করে নিয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও।

ওই কৃষক ইতালির তাসক্যানির বাসিন্দা; নাম স্তেফানো কাতরুপি। যার রাজধানী ফ্লোরেন্স শিল্পের রেনেসাঁর কেন্দ্র হিসেবে জগদ্বিখ্যাত। এবার সেখানেই কুমড়ো ফলিয়ে ‘বিপ্লব’ আনলেন স্তেফানো। তাঁর ফলানো কুমড়োটির ওজন ১ হাজার ২২৬ কেজি অর্থাৎ ১ টনেরও বেশি ওজন।

কুমড়ো কে বিশ্বরেকর্ড করার প্রসঙ্গে স্তেফোনো বলেন, ”না, এর কোনও গোপন মন্ত্র নেই। যখন কুমড়োটিকে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এমনিতে অত বড় কুমড়োর ওজন তো আগে থেকে আন্দাজ করা যায় না, যতক্ষণ না ওজন করে দেখা হচ্ছে। তবে কুমড়োটাকে স্পর্শ করেই আমি বুঝতে পেরেছিলাম নির্ঘাত বিশ্বরেকর্ড হতে চলেছে। আমি একেবারে নিশ্চিত ছিলাম।”