সোমবার শিলিগুড়ি জংশন সংলগ্ন ডেমু শেড এলাকায় ধরা পড়ল চিতাবাঘটি। স্বস্তিতে ওই এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে যে ডেমু শেড এলাকায় কাজ করার সময় চিতাবাঘটিকে দেখতে পান রেল কর্মীরা। এবং চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। এরপর বন দপ্তরের তরফ থেকে চিতাবাঘটিকে ধরতে বসানো হয় খাঁচা।
এদিন সকালে স্থানীয় দেখেন পান বনদপ্তরের খাঁচায় ধরা পরে চিতাবাঘটি। এরপর বনকর্মীরা গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।