প্রয়াত নোবেলজয়ী ভাইরোলজিস্ট লুক মোঁতাইনিয়ে

21
প্রয়াত নোবেলজয়ী ভাইরোলজিস্ট লুক মোঁতাইনিয়ে

৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন নোবেলজয়ী ভাইরোলজিস্ট লুক মোঁতাইনিয়ে। প্রাণঘাতী এডস রোগের জন্য দায়ী যে এইচআইভি ভাইরাস, তা আবিষ্কার করে বিশ্বে সাড়া ফেলে দেওয়া কিংবদন্তি ফরাসি বিজ্ঞানী দীর্ঘদিন ধরে রোগশয্যায় ছিলেন।

করোনার বাড়বাড়ন্ত শুরুতেই বিজ্ঞানাগার বা গবেষণাগারে করোনাভাইরাস উৎপত্তি বলে বিতর্ক তৈরি করেছিলেন তিনি। ২০০৮ সালে নোবেল পুরস্কার পান তিনি।